সামসুল ইসলাম রুমি

সামসুল ইসলাম রুমি

সামসুল ইসলাম রুমির জন্ম এই শতাব্দীর শুরুতে। জন্ম ও বেড়ে ওঠা দুটোই এই তিলোত্তমা নগরীতে। বর্তমানে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। শখের বশে বই পড়া থেকে তার লেখালেখিতে পদার্পণ। ২০২১ সাল থেকে তিনি নিয়মিত লিখছেন। উপন্যাসের পাশাপাশি বিভিন্ন জনরায় গল্প লিখতেও দেখা গেছে তাকে। এছাড়াও তিনি বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত সাহিত্য ম্যাগাজিম 'পিদিম'-এ সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 'সময়িন্দ্রজাল', 'আমার অচেনা আমি' ও 'কাঠগড়া' তার প্রথম তিনটি উপন্যাস। সামনের দিনগুলোতে সাহিত্যের বিভিন্ন বাঁক পরিভ্রমণ করার ইচ্ছা রাখেন এই লেখক।

সামসুল ইসলাম রুমি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon